
ছবিঃ মুক্ত প্রভাত
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়ার ধুনট উপজেলা শাখার আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কাজ, মজুরী, চিকিৎসা ও রেশনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাহা সন্তোষ। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, ক্ষেত মজুর সমিতির ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামছুল হক ভোলা ও জেলা কমিটির সম্পাদক বিভ‚তি ভ‚ষণ শীল। সমাবেশ শেষে ‘দাবী দিবস’ এর একটি মিছিল শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।
মুক্ত/আরেফিন