
-ছবি মুক্ত প্রভাত
মোশাররফ হোসেন নামের এক শিক্ষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। গুরুদাসপুর পৌর সদরের কর্মকার পাড়া মহল্লায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে লাগা আগুনে তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষককে জেলা প্রশাসকের কাছে আবেদনের জন্য পরামর্শ দেন।
শিক্ষক মোশাররফ হোসেন বলেন, মধ্যে রাতে তার খড়ির ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তখন তিনি পরিবার নিয়ে শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশিদের চিৎকারে বের হয়ে দেখেন তার বাড়িতে আগুন লেগেছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে কোনো লাভ হয়নি। ফায়ার সার্ভিস আাসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। দুটিকক্ষের সব মালামাল পুড়ে গেছে। এতে তিনি সর্বশান্ত হয়ে গেছেন।