
-ছবি মুক্ত প্রভাত
বাগমারায় রাফিয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দক্ষিণ সাজুড়িয়া শাহ পাড়ায় গ্রামের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
রাফিয়া দক্ষিণ সাজুরিয়া সাহাপাড়ার বাসিন্দা মোঃ আবু বক্কর সিদ্দিকীর মেয়ে। সে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান , রাফিয়ার বাড়ির অদূরে যশের বিলের শামসুদ্দিনের পুকুরে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার এক পর্যায়ে শিশুটি তলিয়ে যায়।
রাফিয়ার মা বলেন, বিকালে তার মেয়ে রাফিয়া পুকুরে মাছ ধরাতে গিয়েছিল। পরে স্থানীয় লোকজন পানির নিচে থেকে তার মেয়েকে উদ্ধার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন , পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি তারা জানতে পেরেছেন। তবে বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।