
—ছবি মুক্ত প্রভাত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে কুমিল্লা তিতাস উপজেলার উজিরাকান্দি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উজিরাকান্দি স্পোর্টস ক্লাবের আয়োজনে ভূঁইয়ার বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দড়িগাঁও স্পোর্টস ক্লাবকে পরাজিত করে নয়াকান্দি টাইগার একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
খেলায় জগতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, হাজী মকবুল হোসেন, আমিরুল ইসলাম মানিক ও এমদাদ হোসেন আখন্দ প্রমূখ।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন বুলবুল ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বিজয় এর সঞ্চালনায় এবং রবিউল পাঠানের সার্বিক সহযোগিতা উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
মুক্ত/আরেফিন