
-ছবি মুক্ত প্রভাত
বুধবার উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে শহরে ব্যান্ডপার্টি বাজিয়ে ধানের শীষের প্রতীকসহ নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়নের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, সিরাজগঞ্জ জেলা ট্র্যাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, সদস্য সচিব আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন বাপ্পী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস কাওছার প্রমুখ