
—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় বোয়াইলমারী কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার ২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোয়াইমারী কামিল মাদ্রাসা মাঠে উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী'র সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিডি (অর্থ) আবুল বাসার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, অফিসার ইনচার্জ সাইদুর রহমান, সাঁথিয়া সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান বকুল সহ উক্ত মাদ্রাসার শিক্ষকগন ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।