
সংগৃহিত
বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কোভিদ রিজভী বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোন রাজনৈতিক দল গঠিত হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। এছাড়াও বিগত স্বৈরাচারীর অধীন নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি এবং সব অপরাধী একত্র হয়ে কোন রাজনৈতিক দলে যোগ দিলে বা কোন দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার প্রতি ইঙ্গিতও দেন রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাটাশুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতার সময়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কখনো রাজপথ থেকে পিছপা হয়নি। প্রতিটি সংগ্রামে বিএনপির গৌরবজ্জল ইতিহাস রয়েছে। অন্তর্বর্তী সরকার যদি ভুল করে তাহলে ইতিহাস থেকে তাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশের মানুষ সচেতন। তারা উট পাখির মত বালুর নিচে মুখ দিয়ে রাখবে না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় যদি কোন রাজনৈতিক দল গঠন হয় তাহলে সরকার তাদের গ্রহণযোগ্যতা হারাবে। বিএনপি ছেড়ে কথা বলবেনা। তাছাড়া নির্বাচন নিয়ে যে রোড ম্যাপ অন্তর্বর্তী সরকার দিয়েছে তা জনগণ প্রত্যাশা করেনি।