
—ছবি মুক্ত প্রভাত
পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন সাবেক বদলগাছী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকালের পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি আবু সাইদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
গতকাল ১৮ই ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর সাড়ে ১১টায় বদলগাছীর চাংলা গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এরআগে গতকাল বুধবার ১৮ই ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ৩টায় বদলগাছীর নদীর বাধের উপর গাড়ি চালানোর সময় বুকে ব্যাথা অনুভব করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বগুড়া হতে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন এবং পরবর্তীতে দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
তিনি বদলগাছী প্রেসক্লাবের সভাপতি পদে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিচরণ করতেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন।
তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং উপজেলা নির্বাহী অফিসার,
বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।