
—ছবি মুক্ত প্রভাত
বুধবার গভীর রাতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ভাসমান শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ৫০ জন অসহায় নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন।
এসময় তার সঙ্গে উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগলসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, অসহায় দুঃস্থ ভাসমান লোকজন সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ফলে দিনের বেলা তাদের পাওয়া কঠিন।
সেই কারণে তিনি রাতের বেলা বিভিন্ন স্থানে ঘুরে এদেরকে শীতবস্ত্র প্রদান করার উদ্যোগ নিয়েছেন। আগামীতে তার এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।