
উল্লাপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া খননকৃত বিলসূর্য নদীর পাড় থেকে রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা। গত ১৫ দিনে উপজেলার ঝিকিড়া এলাকা থেকে শুরু করে পূর্ব দেলুয়া, চালা, গজারিয়া এলাকার পাশ থেকে প্রচুর পরিমান মাটি চুরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছর দেড়েক আগে এই নদীটি উল্লাপাড়ার করতোয়া নদীর সংযোগ স্থান থেকে কয়ড়া ইউনিয়নের রতনদীয়ার গ্রাম পর্যন্ত প্রায় বারো কিলোমিটার অংশ খনন করে নদীর মাটি দুই পাশের পাড় দিয়ে সংরক্ষণ করে। প্রশাসন ও পাউবো কর্তৃপক্ষ মাটি চুরি বন্ধ করার পদক্ষেপ নিলেও এখনও ধরা পড়েনি দূর্বৃত্তরা।
উপজেলার চালা গ্রামের কৃষক আলীমুদ্দিন, রেজাউল করিম, জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, হারেস আলী সহ স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ ধরে রাতের অন্ধকারে তাদের গ্রামের পাশে বিলসূর্য নদীর দুই পাড়ের সংরক্ষিত মাটি দূর্বৃত্তরা কেটে নৌকা বা ট্রাকে করে নিয়ে যাচ্ছে। কখনও গ্রামের লোকজন তাদের ধরতে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
কৃষকরা জানান, সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করে রাত জেগে তাদের পক্ষে নদীর পাড় পাহারা দেওয়া সম্ভব নয়। ফলে মাটি চোরেরা গভির রাতে অবাধে মাটে কেটে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তারা পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ জেলা অফিস ও উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সংগে যোগাযোগ করলে তিনি বিলসূর্য নদীর মাটি চুরি করে কেটে নেওয়ার ব্যাপারে অভিযোগ পেয়েছেন বলে জানান। মাহবুবুর রহমান বলেন, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দু’বার উল্লাপাড়ার চালা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে গিয়েছিলেন।
কিন্তু দূর্বৃত্তরা কোনো ভাবে টের পেয়ে তারা সবাই ট্রাক সহ পালিয়ে যায়। ফলে এদেরকে ধরা সম্ভব হয়নি। তবে তারা মাটি চুরির সংগে জড়িতদের ধরতে এলাকার গ্রামবাসীর সংগে যোগাযোগ রাখছেন বলে উল্লেখ করেন এই প্রকৌশলী।
উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, স্থানীয়ভাবে বিলসূর্য নদীর মাটি কেটে নেবার অভিযোগ পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ সদস্যদের নিয়ে গভীর রাতে কয়েক দফা অভিযুক্ত স্থানগুলোতে গিয়েছেলেন তিনি। কিন্তু মাটি চুরির সংগে জড়িতরা কোনোভাবে খবর পেয়ে তারা পালিয়ে যায়। তিনি এই অপকর্মের সংগে স্থানীয় লোকজন সম্পৃক্ত আছেন কিনা তা তদন্ত করে দেখছেন। যে কোনো মূল্যে মাটি খেকো দূর্বৃত্তদেরকে ধরার চেষ্টা চালাচ্ছেন তিনি।