
—ছবি মুক্ত প্রভাত
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির স্তর হ্র্রাস পাওয়া নাব্যতা সংকট দেখা দেওয়ায় সাময়িকভাবে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডবিøউটিসি’র ম্যানেজার বাণিজ্য প্রফুল্ল চৌহান।
শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় প্রায় শতাধিক মাল বোঝাই ট্রাক ও অন্যান্য গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে।
ভুরুঙ্গামারী থেকে আসা ট্রাক ড্রাইভার রিপন মিয়া জানান, ৩ দিন থেকে অপেক্ষা করছি। আজ থেকে আবারও ফেরি চলাচল বন্ধ হলো। ফেরি চলাচল শুরু হতে আরো কতদিন থাকতে হবে জানি না।
বুরিমারী স্থল বন্দর লালমনির হাট থেকে আসা হেলপার আমিনুল ইসলাম জানান, পাথর নিয়ে এসেছি এসে দেখি ফেরি বন্ধ কবে যে ফেরি চলাচল করবে জানিনা ফেরি না চলাচল করা পর্যন্ত এখানেই থাকতে হবে।
ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদীখননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দ্বায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে।
এবিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডবিøউটিসি’র) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ব্রহ্মপুত্রের নাব্যতা হ্রাস পাওয়ায় ফেরীর নিচের অংশ নদে আটকে যাচ্ছে। ফলে ফেরির নিরাপত্তার স্বার্থে ড্রেজিং না করা পর্যন্ত সাময়িক ভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং শেষে ফেরি চলাচল আবারো শুরু করা হবে।
মুক্ত/এসএ