
—ছবি সংগৃহিত
১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তাসকিনের বলে পয়েন্টে মিরাজকে ক্যাচ দিলেন আকিল। জয়ের আনন্দে গর্জে উঠলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। ২৭ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও যে নিজেদের করে নিল বাংলাদেশ!
৩১ বলে ৩১ রানে আউট হওয়া আকিলের জন্য সান্ত্বনা। সাধ্যমতো লড়াই করেছেন। আর বাংলাদেশের বোলাররা? ১২৯ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালি ব্যাটিং লাইনআপের বিপক্ষে এই জয় এক অবিষ্মরণীয় বোলিংয়ের হিরণ্ময় স্মৃতি হয়ে থাকবে বহুকাল।