
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনটে জীবনের নিরাপত্তার দাবিতে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া মঙ্গলবার দুপুরের পর ওই মৎস্যজীবী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের তারা চন্দ্র দাসের ছেলে প্রদীপ কুমার দাস একজন মৎস্যজীবী। তিনি বানিয়াগাতী হালদার পাড়া ও স্বাধীনপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে রুদ্রবাড়িয়া মৌজার টেপাদহ নামে সরকারি জলাশয়টি ইজারাবন্দোবস্ত নিয়েছেন। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করে তিনি পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এ অবস্থায় ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও তার লোকজন ওই জলাশয়টি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর আপেল মাহমুদ ও তার লোকজন প্রদীপ কুমারের বাড়িতে গিয়ে জলাশয়টির দখলে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্ত তাদের কথায় রাজী না হওয়ায় তারা প্রদীপ ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের ভয়ে প্রদীপ কুমার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছেন। এ কারণে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সোমবার সন্ধ্যায় রুদ্রবাড়িয়া গ্রামে ওই জলাশয়ের তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ওই মানববন্ধন কর্মসূচিতে মৎস্যজীবী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপি নেতা আপেল মাহমুদ বলেন, ওই জলাশয়টি নিয়ে মৎস্যজীবী পরিবারের দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি। তারপরও এক পক্ষ ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ইউএনও অফিস ও থানায় মিথ্যা অভিযোগ এবং মানববন্ধন করেছেন।
ধুনট থানার ডিউটি অফিসার এসআই স্বপন মিয়া বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুক্ত/এসএ