
মির্জাগঞ্জে টাকার অভাবে চিকিৎসা বন্ধ নিজাম মিয়ার
মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত সলে হাওলাদারের ছেলে (রিস্কা চালক)মো: নিজাম হাওলাদার (৩৮) দুটি কিডনিতে সমস্যা হওয়ায় দীর্ঘ দিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে ঢাকায় বাংলাদেশ মেডিকেলে ভর্তি রয়েছেন।
তার ব্যয়বহুল চিকিৎসা চালানো দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা। হাস্পাতালে স্ত্রী, সন্তান খেয়ে না খেয়ে দিন পার করছে। তার স্ত্রী বলেন,একটি ছেলে মাদ্রাসায় পরে তার বেতন দেয়া, ঔষধ কেনা নিজেদের থাকা খাওয়া সম্ভব হচ্ছেনা।
সবাই যদি একটু মানবিকতার (সাহায্যের) হাত বাড়িয়ে দিত তাহলে আমার স্বামীর চিকিৎসা করিয়ে স্বামী, সন্তান নিয়ে ভালো থাকতে পারতাম।মো: নিজাম মিয়া,পার্সোনাল বিকাশ, নগদ ।01919-338681