
—ছবি মুক্ত প্রভাত
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
১১ডিসেম্বর (বুধবার) দুপুরে সমাবেশ ও র্যালির আয়োজন করে।র্যালিটি শহর পরিদর্শন শেষে স্টেশন রোডস্থ বিএনপির দলীয় জেলা কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে।
আয়োজিত সমাবেশে জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল-মাসুদ,জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নি:স্ব হয়ে পড়েছে।
এখন আওয়ামী লীগের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। গত সতের বছর কৃষকরা তাদের সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ কৃষকরা পরিশ্রম করে ফসল ফলিয়েছে কিন্তু বাজারে গিয়ে তারা ন্যায্য মূল্য পায়নি। বিএনপি কৃষকদের স্বার্থ রক্ষার দল, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কৃষকের স্বার্থ রক্ষা করবে বলে উল্লেখ করেন।
মুক্ত/এসএ
এসএমএ হালিম দুলাল
জামালপুর প্রতিনিধিঃ-
০১৭১৪৮১৯৮৪২