
সংগৃহিত
অবশেষে ৭ উইকেটের বড় জয়ে বাংলাদেশকে সিরিজ হাড়াল ওয়েস্ট ইন্ডিজ।
ঘুরেফিরে সেই মাহমুদউল্লাহর ব্যাটেই বাংলাদেশের লড়াকু পুঁজি
২৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর ছিল শালা তুই কেটে ১১৫ রান। সেখান থেকে হাল ধরলেন মাহমুদুল্লাহ। ৪৫.৫ বল পর্যন্ত খেললেন। তানজিম সাকিবকে নিয়ে গড়া ৯২ রানের জুটিতে বাংলাদেশ শেষমেশ থামলো ২২৭ রানে।
ক্রিকেটে এটি যে খুব একটা খারাপ রান সেটা বলা যাবে না। খেলতে যখন ক্রিকেট অনেক কিছুই ঘটতে পারে।
এইতো আজকের ম্যাচেই তার প্রমাণ মিলল। অষ্টম জুটিতে ১০৬ বলে ৯২ রানের জুটি। ব্যক্তিগত ৪৫ রানে আউট হন তানজিম শাকিব।
মাহমুদুল্লাহ ৬২ করে ফিরেছেন। শিশুই কেটে ১০ বলে ১৮ রানের জুটি করেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এতে বাংলাদেশের রান দাঁড়ায় ২২৭।
এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।