
—ছবি মুক্ত প্রভাত
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ সুমনের পরিবারকে ইজিবাইক দিলেন বিভাগীয় কমিশনার
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য একটি ইজিবাইক উপহার দেয়া হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের পক্ষে শহীদ সুমনের বাবা মো. গঞ্জের আলীর হাতে ইজিবাইকটি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি।
এ সময় জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মো. গঞ্জের আলীর ছেলে সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট গুলিতে নিহত হন।