
—ছবি সংগৃহিত
সিরিয়ায় ৫৮ বছরের শাসনামলের অবসান ঘটেছে। এখন ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর আগে সিরিয়ার সেনা কমান্ডার রোববার (৮ ডিসেম্বর) প্রেসিডেন্টের শাসনের অবসান হওয়ার কথা জানান।
এর পর পরই বাশার আল আসাদ বিদ্রোহীদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন। এই খবর জানিয়েছে খবর ইরান ইন্টারন্যাশনাল।
সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি জালালি বলেন, তিনি সিরিয়া ছেড়ে যাবেন না। তবে বিদ্রোহিদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি তারা।
তিনি বলেন, ‘জনগণ যাকে প্রছন্দ করবেন আমরাও তাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’
মুক্ত/আরআই