
—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. বাবু শেখকে হেরোইন সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ দিকে ৩২ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৮ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুর মহল্লার মো. দানিদ শেখের ছেলে মো. বাবু শেখ।
এসময় যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সেনা কেম্পের অফিসার ক্যাপ্টেন সুদীপ্ত দাস, সদর থানা পুলিশের এসআই শফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও অন্যান্য পুলিশ সদস্য।