
ইয়র্কারে শামার জোসেফের স্টাম্প উড়িয়ে শেষটা করলেন বাংলাদেশ এক্সপেস নাহিদ রানা। ওমনি বাংলাদেশ পেয়ে গেল দুর্দান্ত জয়ের একটি মুহূর্ত।
কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট করে ১০১ রানের জয়ে ১৫ বছর পর মহাকাব্যে জন্ম দিল বাংলাদেশ।
ফলাফল দাঁড়ালো ১-১ এ সমতায়। অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজ পেলেন দারুণ একটা জয়। জয় দিয়েই শেষ হলো ২০২৪ সালের বাংলাদেশের টেস্ট।
২০০৯ সালের গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর কিংস্টনে এই জয় এলো। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিয়ে হারিয়ে দিল বাংলাদেশ।
দেশ-বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতলো ৬ বছর পর।