
স্বামীর গরু বিক্রির টাকা নিয়ে পালিয়েছেন গৃহবধূ শরিফা বেগম সূর্য্য (৪৫)। ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপী গ্রামের বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ২৪ দিনেও তার সন্ধান মেলেনি।
ভুক্তভোগী স্বামী মো. আনছার মন্ডল (৫২) জানান, গৃহপালিত ৩ টি গরু বিক্রির ৫ লাখ ২৩ হাজার টাকা নিয়ে তেলটুপীর বাড়ি থেকে স্ত্রী শরিফা বেগম নিরুদ্দেশ হয়েছেন। এঘটনায় থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি। শরিফার পিতার বাড়ি উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামে।
তিনি বলেন, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবেই শরিফাকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে কোনো সন্তান নেই। বছর দুয়েক আগে বাড়ি থেকে গোপনে ৩০ হাজার টাকা নিয়ে সৌদি গিয়েছিলেন স্ত্রী শরিফা। সেখানে নির্যাতিত হওয়ায় আরো ৩০ হাজার টাকা খরচ করে দেশে ফিরিয়ে আনেন। সেই স্ত্রীই কি না গরু বিক্রির টাকা নিয়ে গোপনে পালিয়ে গেছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা নিয়ে শরিফা বেগম নিরুদ্দেশ হওয়ার ঘটনায় অভিযোগ নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রশাসন বিষয়টি কর্নপাত করেনি।
প্রত্যক্ষদর্শিরা জানান, ঘটনার দিন কাস্তে হাতে ঘাস কাটার নাম করে বাড়ি থেকে বের হন শরিফা। এরপর আর ফিরে আসেননি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন জানান, বিষয়টি তাকে জানানো হয়নি।