
ইফতার মাহফিল
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যান এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে রবিরার বিকালে বনপাড়া আওয়ামীলীগ এর আঞ্চলিক কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এর সঞ্চলনায় ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক আলী প্রমুখ। বক্তারা সকলেই উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে এম.পি হিসাবে দেখতে চান। পরে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।