
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে গাছ চাপা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। অগণিত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানান সেন্টমার্টিনের বাসিন্দারা।
শনিবার (১৪মে) দুপুরে সেন্টমার্টিনে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুলজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোখার তান্ডবে গাছ চাপায় দুইজেনর মৃত্যু হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে গাছ চাপা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে ।