
—ছবি মুক্ত প্রভাত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সিরাজগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে পুরষ্কারও বিতরণ করা হয়।
স্মরণ সভায় সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি।
এছাড়া স্মরণ সভায় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এনায়েতপুর উপজেলার নিহত শিহাবের পরিবার সহ অন্যান্য আহত ও নিহতের পরিবারবৃন্দ।