
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারি শিক্ষক আসাদুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহিশুরা বাজারে ঘন্টা ব্যাপী ওই মাবনবন্ধন কর্মসূচি পালন করে। গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাসহ বিএনপি নেতারাও ওই মানববন্ধনে অংশ নেন।
এর আগে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা মনোগ্রাম সম্বলিত বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এরপর বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়।
প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারি শিক্ষক আসাদুল মোবাইল ফোন না ধরায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, সহসভাপতি টিএম আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান তালুকদার প্রমূখ।
মুক্ত/আর আই