
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়ায় একটি বাড়িদত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের নেওয়ারগাছা মহল্লার অনু খানের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারি ডাকাতের দল দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষের জানালার গ্রিল কেটে ২৫ ভরি সোনার গহনা, ২ লাখ নগদ টাকা, ৯টি মোবাইল ফোনসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার অনু খান বলেন, রাত ২টার দিকে রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতেরা তার বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তাকেসহ অপর কক্ষগুলোতে থাকা তার স্বজনদের এক ঘরের মধ্যে ঢুকিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমাদের নিকট থাকা মোবাইল ফোনগুলো নিয়ে নেওয়া হয়। এ সময় কেউ চিৎকার করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতদল। পরে লোকজনকে আটকানো ঘরের দড়জা বন্ধ করে তার স্ত্রী তাহমিনা আক্তারকে অস্ত্রের মুখে নিয়ে সব কক্ষের আলমারি ও ড্রয়ার খুলিয়ে সেখান থেকে উল্লিখিত সামগ্রীগুলো নিয়ে নেয় ডাকাতরা। এদের সবার মুখে মুখোশ ছিল। জিনিসপত্র লুটে নিয়ে ডাকাত দল বাড়ির পাশে রাখা একটি মাইক্রোবাসে উঠে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সকালেই উল্লাপাড়া মডেল থানায় তিনি অভিযোগ করার পর উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, ইতোমধ্যে তিনি এএসপি সার্কেলকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্ত করার কাজ শুরু করেছে। অনু খানের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে সব ধরনের প্রয়াস চালাবে।
মুক্ত/এসএ