
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় নিহত ও আহতদের সঠিক তালিকা প্রনয়ন ও তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। আহতদের মধ্যে বক্তব্য রাখেন সায়েম উদ্দিন,মহসিন হোসেন সহ অন্যান্যরা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মারুফ হোসেন, সহকারী কমিশনার(ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউল গনি ওসমানি, মডেল থানার তদন্ত কর্মকর্তা নিয়ামুল হোসেন,উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জিনিয়ার মাহবুবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল ইসলামসহ প্রমুখ।
মুক্ত/ এসএ