
—ছবি মুক্ত প্রভাত
সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্টে ৬ মাস বয়সী শিশু জয়নব খাতুনের মৃত্যু হয়েছে। সে উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের কন্যা। এ সময় গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জুয়েল মোড়লের স্ত্রী ও শিশুর মা জান্নাতুল খাতুন।
নিহতের পিতা জুয়েল মোড়ল জানান, সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সাড়ে ১২ টার দিকে নিজ ঘরে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। দুপুরে এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একইসাথে দুইজনই বিদ্যুৎ শক পায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডাঃ রায়হান ইসলাম শিশুকন্যা জয়নাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।