
ঘূর্ণিঝড় মোখা আতংকে রযয়েছ হাতিযা উপকূলীয় চরাঞ্চলের লোকজন। বিশেষ করে ৮ নং মহাবিপদ সংকেত ঘোষণা করার পর বেডিবাঁধ না থাকায় হাতিয়া দ্বীপের বিচ্ছিন্ন অঞ্চল চর ঘাসিয়া, ঢালচর, বয়ারচর, নলেরচরসহ নিঝুম দ্বীপের লোকজন আতংকে ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেনছেন।
শনিবার (১৩ মে) দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে প্রশাসনের নির্দেশে হাতিয়া থেকে সব রুটে লঞ্চ, স্টিমার, ট্রলার, স্পিডবোট, সি-ট্রাকসহ সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে। সিপিপির স্বেচ্ছাসেবকরা মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে, বিশেষ করে আশ্রয়কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল প্রস্তুতি রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি থেকে জনগণকে রক্ষা করতে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।