
—ছবি মুক্ত প্রভাত
রোববার সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের কাছে যাত্রবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন।
এরা হলেন, উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসী গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং সিরাজগঞ্জের শাহজাদুপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান(২২)। নিহত দুইজন মোটর সাইকেলের চালক ও আরোহী।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ জানান, সকাল সোয়া ৮টার দিকে ঘাতক বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
অপর দিকে সিরাজগঞ্জ রোড় থেকে ২ ব্যক্তি মোটর সাইকেলে উল্লাপাড়া যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান এরা। দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করার চেষ্টা করছে।