
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়ায় সোমবার শুরু হয়েছে ৪০ প্রহর (৩ দিন) ঐতিহ্যবাহী মহানামযজ্ঞানুষ্ঠান।
ভোর ৬ টায় সনাতনধর্মালম্বী ভক্তদের সম্মিলিত কীর্তণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচলিত রীতি অনুযায়ী দুদিন নাম সংগীত ও একদিন লীলা কীর্তণ পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে।
মহানামযজ্ঞানুষ্ঠান বাস্তাবায়ন কমিটির সভাপতি সুনিল কুমার পাল জানান, ৭০ বছর ধরে অগ্রাহায়ন মাসের প্রথম সপ্তাহে এখানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে।
উল্লাপাড়া পৌর সভা ছাড়াও পার্শ^বর্তী এলাকার অন্ততঃ ১০ হাজার নারী-পুরুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিদিন বাইরে থেকে আসা লোকজনকে আপ্যায়ন করা হবে বলে উল্লেখ করেন সুনিল পাল।