
—ছবি মুক্ত প্রভাত
আমাদের প্রত্যয়, দুর্নীতির বিদায় এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার কমিটির আত্মপ্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতি নিজস্ব কার্যালয়ে চাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে ও নাগরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ হাসান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম, টাংগাইল জেলা সেক্রেটারি বাশিরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা সভাপতি হেলাল সরকার, সেক্রেটারি উজ্জ্বল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহ আলম সহ ১৫ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম। নবগঠিত কমিটিকে বিভিন্ন জেলা, উপজেলা শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।