
—ছবি মুক্ত প্রভাত
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালী, আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় ধুনট বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কবির তালুকদার, ফজল-এ খুদ তুহিন, জিএম সম্রাট, সোলাইমান আলী, ওসমান গণি, আব্দুর রাজ্জাক, সাজ্জাদ হোসেন, আব্দুস সালাম, মহিলা দল নেত্রী সারমিন সুলতানা দিপ্তী, যুবদল নেতা আবু তালহা শামীম খান,আব্দুল হালিম, মোহাম্মদ আলী জন, শাহাদত হোসেন পিষ্টন, ইয়াকুব আলী, আব্দুল মান্নান পাখি, আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা রজিব উদ্দিন,রানা, বিপ্লব হাসান, জিয়া পরিষদ নেতা সেলিম রেজা, বকুল হোসেন, মাহমুদুল হাসান, তাঁতী দল নেতা আব্দুল আলীম, শ্রতিকদল শাহাদত হোসেন, নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, স্বরণ তালুকদার, শাহীন আলম ও বিপ্লব হাসান প্রমুখ।