
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় হাতিয়ায় প্রস্তুুতি সভা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায় হাতিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর একটায় উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খশরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সহকারী কমিশনার( ভূমি)মোঃ গোলাম সরওয়ার, হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সহকারী পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, হাতিয়া উপজেলার জন প্রতিনিধি গন ,সাংবাদিক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি ২৪২ আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।