প্রতিকী ছবি
কেন এই নির্জন বসবাস..…
হেমন্ত রাতের শীতল বাতাস বুঝে—
এত্ত বড় পূর্ণিমার চাঁদ টাও বুঝে
ব্যালকনিতে অতিথি হয়ে আসা দোয়েল টাও বুঝে আজকাল
শুধু আমার ব্যবচ্ছেদ মনটাই আর কিছু বোঝেনা
....ডাইনিং এ মাখনে ভাজা ডিম টা বুঝে
লেছের কালো শাড়িটা বুঝে
উপহারের টার্কিশ রঙের আংটি টাও বুঝে
অথবা খোপার শুভ্র রঙের গাজরা টা....
সবাই সব বুঝে
শুধু আমার ব্যবচ্ছেদ মনটাই আর কিছু বুঝেনা
ফরেনসিক এ গিয়ে মনের ময়নাদন্তের
রিপোর্ট এখনো আসেনি বলে
....কত অবুঝে কত কিছু
অজানাই থেকে যায় আজকাল।