
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া): নাসিরনগরে "ডিপ্লোমা ইন- লাইভস্টক শিক্ষার্থীদের মানব বন্ধন। -ছবি মুক্ত প্রভাত
প্রাণীসম্পদ অধিদপ্তরের জন্য প্রস্তাবিত নিয়োগ বিধিতে বিএফএ ও সমমানের পদে নিয়োগ প্রদানের দাবীতে নাসিরনগর উপজেলায় আই এল এস টির ডিপ্লোমা ইন স্টুডেন্টস এর মানববন্ধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ১১ মে সকালে ইন্সটিটিউট চত্বরে আই এল এস টি হতে পাসকৃত " ডিপ্লোমা ইন লাইভস্টক "সনদ ধারীদের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা পদসমূহে নিয়োগ প্রদানের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের বরাবরে স্মারক লিপি প্রদান করেন।