
সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।
সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ (১০ মে) দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মোখা’। ঘূর্ণিঝড় নিয়ে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের সমুদ্রবন্দর গুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: এনামুর রহমান বলেন, আগামী শনিবার সন্ধ্যার পর থেকে রোববার ভোরে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এটি হতে পারে সুপার সাইক্লোন। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর এর পরিচালক মো: আজিজুর রহমান বলেন, `গভীর নিম্নচাপটি এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বর্তমানে এর গতিপথ পশ্চিম ও উত্তর পশ্চিমমুখী। আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত এরকম চলতে থাকবে। এরপর যখন সাগরের কেন্দ্রে চলে আসবে তখন এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
এতে করে কক্সবাজার ও মিয়ানমার উপকূলের মাঝামাঝি দিয়ে অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৪ মে এটি অতিক্রম করতে পারে। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ২২০ থেকে ২৮০ কিলোমিটার।
সেক্ষেত্রে ঘূর্ণিঝড় মোকাবিলা কক্সবাজার এলাকায় ৫৭৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে । শুকনা খাবারে ব্যবস্থা ও সেই সাথে সেচ্ছাসেবকদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। বিশেষ করে কক্সবাজার জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকলপ্রকার ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।