
—ছবি মুক্ত প্রভাত
বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা ও পৌর যুবদলের আয়োজন এসব কর্মসূচি পালিত হয়।
ধুনট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, যুবদল নেতা আব্দুল মান্নান পাখি, রফিকুল ইসলাম, বিপুল হাসান, সবুজ আহম্মেদ, রেজাউল করিম দেল্লা, টুকু মিয়া, পরাগ হাসান, ধুনট উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর রনজু, শ্রমিকদল নেতা দুলাল শেখ ও আব্দুল মজিদ মিয়া।