
ধুনটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি এ দুই দল খেলাতে অংশগ্রহন করে। খেলা শেষে ৩-১ গোলে ধুনট উপজেলা প্রশাসন জয় লাভ করে।
খেলা শেষে পুরুস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
সাংবাদকি জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, ধুনট সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি ও ধুনট সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।