
—ছবি মুক্ত প্রভাত
মঙ্গলবার বিকেল ৫ টাকার সময় উল্লাপাড়ায় রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা গণ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার শহীদ মিনারে ফিরে আসে।
মিছিলকারীরা রাষ্ট্রপতি এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র-জনতার আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রিফাত হাসান, মেহেদী হাসান, মাছুম আনাম, তন্নী রহমান ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।