
নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের মুরারবেড় নামক স্থানে নাল জমি হতে ভেকু দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৩ জনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নাসিরনগরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় বিনাশ্রম কারা দন্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন - জহিরুল ইসলাম(৩২) পিতা: মৃত আবদুল আওয়াল ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড। শোভন মিয়া(৩২) পিতা: আবদুল হাকিম ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড। আরজু মিয়া(৬৫) পিতা: মৃত আনোয়ার আলী ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড। সর্বসাং: সৈয়দটুলা, সরাইল সদর, ব্রাহ্মণবাড়িয়া।