
বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব থেকে অপসারণ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ করেছেন।
সোমবার (২১অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে চেয়ারম্যান ও সদস্যগণের আয়জনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল করিম পুটু, আনোয়ারুল ইসলাম, বেলাল হোসেন বাবু, সাজ্জাদ হোসেন শিপন, সনিতা নাছরিন, মাকছুদুল হক বাচ্চু, জাকির হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন ও নুরুন্নবী আকন্দ। মানববন্ধনে মাসুদ রানা, সুলতান মাহমুদ, দিতি খাতুন, পপি খাতুন, হুমায়ন কবির, এরশাদ আলী সহ ১০ ইউপির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না। তাই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার দাবি জানান বক্তারা।