
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তাকে বুধবার একটি প্রতারনা ও জালিয়াতির মামলায় তার সোনতলা গ্রামের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। শাহীন সোনতলা গ্রামের মোঃ আব্দুল মোতালেবের ছেলে ও সলপ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
সলপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তুহিন জানান, শাহীন আলম সলপ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। গঠনতন্ত্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে দলীয় ফোরামে আলোচনা করে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহীন আলমকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।