
—ছবি মুক্ত প্রভাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘শহীদ আবু সাঈদ’ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তিনি বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
আরো পড়ুন————
» জাল সনদধারী শিক্ষকদের বেতনের টাকা ফেরতের নির্দেশ
» বৈষম্যের আবর্তে ঘরে এমপিও শিক্ষকদের জীবন
» বদলি নিয়ে বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর
» বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে: শিক্ষা উপদেষ্টা
সোমবার (১৪ অক্টোবর) এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরিবারকে দেওয়া অর্থনৈতিক নিশ্চয়তার প্রতিশ্রুতি পূরণ হলেও ওই ব্যক্তিটিই আর নেই।
পরীক্ষায় আবু সাঈদের পরীক্ষার রোল নম্বর ছিল- ২০১২৫৬২৯৭। ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় শহীদ আবু সাঈদের ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরটি ব্যাপক সাড়া ফেলেছে।
অনেক নেটিজেন আবু সাঈদের সাফল্যকে গর্বের সঙ্গে স্বাগত জানিয়েছে, বলছেন এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। শিক্ষার্থীরা তাকে সাহসী যুবক হিসেবে মনে করে এবং তার আদর্শকে অনুসরণ করার সংকল্প প্রকাশ করেছে।
আরো পড়ুন———
» শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের কর্মসূচি শুরু
» বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন
» যেসব শর্তে বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা
শিক্ষকদের মধ্যে অনেকেই এই সাফল্যকে সমগ্র শিক্ষাব্যবস্থার জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তার স্মৃতিকে সম্মানের সঙ্গে উদযাপন করছেন।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।
১৮ আগস্ট আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই রমজান আলী মহানগর তাজহাট আমলি আদালতে মামলা করেন।
ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।