
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়ায় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন বাচ্চু মিয়া (৩৮) নামের এক অটোভ্যান চালক। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে উপজেলার মধুপুর এলাকায়। বাচ্চু মিয়া উল্লাপাড়ার চেংটিয়া চান্দুপাড়া গ্রামের আফছার আলীর ছেলে।
ছিনতাইকারীরা তার অটোভ্যানটি ছিনিয়ে নিয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ সোমবার ভোরে মধুপুর কবরস্থানের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় বাচ্চুর মরদেহ উদ্ধার করেছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর হোসেন ও মংলা সূত্রধর নামের দুই ব্যক্তিকে আটক করেছে। এদের বাড়ি উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে। পরে পূর্বদেলুয়া গ্রাম থেকে ছিনতাইকরা ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
নিহত বাচ্চু মিয়ার স্ত্রী সাজেদা খাতুন জানান, রোববার বিকেল ৪টার দিকে তার স্বামী ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর কোন যোগাযোগ ছিল না পরিবারের। সোমবার ভোর রাতে সাজেদা খাতুনের পরিবার মধুপুর কবরস্থানের পাশে বাচ্চু মিয়ার হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পান। বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে।
সাজেদা খাতুন অভিযোগ করেন, অটো ভ্যান ছিনতাইকারী চক্র তার স্বামীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর উক্ত স্থানে ফেলে দিয়ে অটো রিক্সাটি নিয়ে যায়। সাজেদা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ বাচ্চু মিয়ার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত জাহাঙ্গীর ও মংলা সূত্রধরকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে পূর্বদেলুয়া গ্রাম থেকে ছিনতাইকরা ভ্যানটিও উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।