
কৃষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান কাটতে গিয়ে মোঃ আমালউদ্দিন (৫৪) নামে এক কৃষকের মৃত্য হয়েছে তিনি উপজেলার ভলাকুট ইউনিয়নের পশ্চিমপাড়ার মোঃ আব্দুল মজিদের ছেলে।
গত সোমবার (৮ মে) সকালে ভলাকুট হাওড়ে ১০/১৫ জনের একটি দল নিয়ে ধান কাটতে যায়। ধান কাটতে গিয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে আমালউদ্দিন অন্যদের বলে,আমার বুকে খুব ব্যাথা করতেছে, আমি বাড়িতে চলে যাব।
পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে আবার ধান আনতে খলায় যায় । খলা থেকে এক ভার ধান নিয়ে বাড়ির দিকে আসতেই মাটিতে লুটিয়ে পড়ে।অন্য লোকজন খলার মধ্যে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন।
তারা দেখতে পেয়ে আমালউদ্দিন কে নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু সংবাদ নিশ্চিত করে মৃতের ভাতিজা মোঃ মোশাররফ হোসেন মুরাদ বলেন, এত ভালো মানুষ আমাদের পাড়াতে নেই ।