ভারতের ইনিংসে শেষ বল ছিল ছক্কা, বাংলাদেশের ইনিংসে ১ রান। পুরো ম্যাচের চিত্রই যেন ফুটে উঠল দুই দলের ব্যাটিংয়ের শেষ বলে।
ভারতের ৬ উইকেটে ২৯৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২০ ওভার ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ১৬৪–তে। ম্যাচ হারল ১৩৩ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে এটিই টি–টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় হার। রেকর্ড রানে হারের সঙ্গে সিরিজেও ধবলধোলাই হয়েছে নাজমুল হোসেনের দল। হায়দরাবাদের আগে দিল্লি এবং গোয়ালিয়রে হেরেছিল বাংলাদেশ।
রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে রান তাড়ায় প্রথম বলেই পারভেজ হোসেনকে হারিয়েছে বাংলাদেশ। বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার তানজিদ হাসান আর অধিনায়ক নাজমুল হোসেনও। চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহিদ হৃদয় গড়েন ৫৩ রানের জুটি। লিটন ২৫ বলে ৪২ রান করে ফেরার পর ম্যাচের শেষ পর্যন্ত এক প্রান্তে টিকেছিলেন হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে অপরাজিত থেকেছেন ৪২ বলে ৬৩ রানে।
তবে প্রায় তিন শ রান সামনে রেখে ব্যাট করা দলের জন্য এ রান যথেষ্ট হয়নি একদমই। উপরন্তু শেষ দশ ওভারের মধ্যে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যান আউট হয়েছেন রানের চেয়ে বল বেশি খেলে। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা মাহমুদউল্লাহ ৮ রান করতে খেলেন ৯ বল, মেহেদী হাসান ৯ বলে করেন ৩ রান, আর ৪ বল খেলে রানই করতে পারেননি রিশাদ হোসেন।
স্মরণকালের বাজে বোলিংয়ের পর এমন বেহাল ব্যাটিংয়েই রেকর্ড রানে হেরে ভারত সফর শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের রেকর্ড রান হয়েছে ২৯৭। ২৫ চার আর ২৩ ছয়ে এই রান যোগ করেছেন হার্দিক পান্ডিয়ারা।
বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বড় রানের দিকে যাচ্ছে ভারত
ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বড় রানের দিকে যাচ্ছে ভারত।
এক উইকেট হারিয়ে ১০ ওভারে ভারতের সংগ্রহ ১৫২ রান। বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধোনা করে রাম পাহাড়ের দিকে যাচ্ছে ভারতের ব্যাটাররা।