
পূজা মন্ডপ পরিদর্শন
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময়ে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে শেখ জাহিদুল ইসলাম বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে পূজার পূর্বেই নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন।