
পূজা মন্ডপ পরিদর্শন
বগুড়া ধুনটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট কেন্দ্রীয় দূর্গা মন্দির, কলেজপাড়া দূর্গা মন্দির ও সরকারপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যও রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,সাহিদ মাহমুদ সুমন,ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, বিএনপি নেতা, কবির তালুকদার, ওসমান গণি, জহুরুল ইসলাম, ফজল-এ-খুদা তুহিন, মহসিন আলী, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, জুড়ান হোসেন, পূজা উদযাপন পরিষদের নেতা তপু কুমার সাহা, লিখন কুমার সাহা, নিতাই কুমার দেব, আনন্দ কুমার সরকার,প্রান্ত কুমার সরকার, মিঠু কুমার সরকার,যুবদল নেতা আব্দুল হালিম, আবু তালহা শামীম, শাহীনুর রহমনা টগর, ইয়াকুব আলী ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, রকিবুল হাসান রকি, জিন্নাহুর রহমান রাকিব, জিয়াউর রহমান জিয়া, শাহাদত হোসেন ও জুয়েল রানাসহ প্রমুখ।