
ঝালকাঠি প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা শুরু
শরতের স্বেত শুভ্রতার আমেজে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ১৫৭টি পূজা মন্ডপে বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় ষষ্ঠী ও বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় সপ্তমীর বিহিত পূজা অর্চণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
সনাতনী সম্প্রদায়ের ৫দিনব্যাপী বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৭৪টি পূজা মন্ডপ, নলছিটি উপজেলায় ২৩টি, রাজপুর উপজেলায় ১৯টি ও কাঠালিয়া উপজেলায় ৪১টি পূজা মন্ডপ রয়েছে। ইতিমধ্যেই শান্তিশৃঙ্খলা ও মন্ডপের নিরাপত্তায় স্থায়ীভাবে পূজার দিনগুলির জন্য পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ ৫জন থেকে ৩জন করে পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে এবং ২জন মহিলাসহ ৬জন করে আনসার ভিডিপির সদস্য নিয়োগ নিয়োগ করা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, পুলিশ সুপারের নেতৃত্বে ২জন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩১জন পুলিশ পরিদর্শক, ৬২ এসআই ও ৬১জন এএসআই এবং ২৪৩জন পুলিশ সদস্যসহ ৩৯৯জন পুলিশ সদস্য পূজামন্ডপে দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং, ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অবিরতভাবে বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে ঘুরে পর্যবেক্ষন করছেন। #